যা কিছু ছিল সংগোপনে
মন থেকে দিয়েছি ঢেলে
লহ ওগো নিঃশ্বাস থরে
ভালোবেসে পথ পরে।

লজ্জা কিসে? আপন মেনে
বলে দাও তা নির্ঝর তানে
সুরে সুরে আকাশ ভুবন
কেঁপে উঠুক চির যৌবন!

দাও যদি হৃদ হতে মান্য
শ্রম যত সাধিতে হয় ধন্য
মেলি মম শিলা নয়ন খানি
ছুঁয়ে দেব সে প্রেম আমি।



ধৃতি রাজ