মূখ্য সান্ত্রী কহিল মন্ত্রীরে সু আজ্ঞা দিলে
বার্তা ভারী কহিব ব্যগ্র উতলা মন খুলে
মন্ত্রী শুনি অধীর ক্ষণে আজ্ঞা দেয় দুলে
কহে সান্ত্রী তীব্র নিন্দায় দেশ সীমা কূলে
ও দেশের সেনা দল পশেছে পথ ভুলে।
মন্ত্রী কহিল ক্রোধে তার পারিষদ মুলে
ওই দেশ মম দেশের সীমানা লঙ্ঘিলে
কাঁপি ওঠে সেনা সম বুকে মনোবলে
সেনা রেখে যাই বুঝি নিজ বুকে আগে
শত্রু নিধি নিধন যোগ্য দিব সাজা বাগে।
মন্ত্রী পারিষদে তাহা ক্রমে দিল দূরভাষ
ভক্ত শুনে রম্য সুখে লম্ফে নেয় শ্বাস
দেশ প্রেমী মন্ত্রী বীর শত জনমের খাস
চিতান বাহবা দিতে ভক্ত করিল না দেরি
চারু তঞ্চ মন্ত্রী লাগি করিতে রাজি ফেরি।
মন্ত্রী সভা ভাবিল যতেক রুদ্ধ দ্বার আঁটি
বত্রিশ পর্বে খাইল যত ভরিল তত গাঁটি
ভারী রাশে রায় শেষে প্রচার পরিপাটি
শান্তি দূত মোরা, আগে নয় স্বঅন্তেঃ হানা
স্বত তাগে মন্ত্রী সে পাঠালে নিরস্ত্র সেনা।
বার্তা ভাসে সিক্ত পর্দায় বসিল মন্ত্রীসভা
নির্বাধে মারিবে ও দেশ বুঝিনি ফন্দি থাবা
গর্জে মন্ত্রী পারিষদ তনু তেরো রাত্রিদিবা
থরেথরে ভোজ বিলাস চলে বিষয় বিভাব
দীর্ঘ ভাবি কহে সভা দেব মোক্ষম জবাব।
মন্ত্রী যন্ত্রী শুধায় ভক্তে সিক্ত আঁখি জপে
শিক্ষা দিবে সূক্ষ্ম থুড়ে ওদেশ কূট মেপে
অন্ধ ক্রুদ্ধ প্রজা মনে বর্জন নীতি রোপে
চকিতে দেশব্যাপী রটিল মন্ত্রী কথা জাল
ভূখা পেটে প্রজা নেচে দেয় করতাল।
ডাঁয়ে বাঁয়ে গরম চায়ে বুক ফোলে শূন্যে
হৈ হুল্লরে দাবি তোলে মন্ত্রী ভক্ত প্রণম্যে
শিক্ষা দিতে হবে বর্জনে ও দেশের পণ্যে
ভরিল সমাজ বার্তা পাতা, শত গুন বেশি
বর্জন রণে যেন বিজয় পেল রাশি রাশি।
তপ্ত তাগে মন্ত্রী সে নিষিদ্ধ করিল অ্যাপ
শান্ত অন্ধ প্রজা মনে পেল সমাধান ধাপ
মন্ত্রী পারিষদ বাঁচে, বাঁচে প্রজা ছাড়ি হাফ
দেশ কুল ভোট মূল শাসক বর্ণের ধন
প্রজা বশ দ্বন্দ্ব শেষ কৌশলে বাধ্য মন।
ফেলিয়া ও দেশের অ্যাপ চোতা কায়দায়
বর্ণবাদী মন্ত্রী সাথী অ্যাপ কিনিল সস্তায়
ধনী হতে ধনী সে রাজক্ষম রাখে কব্জায়
জীবন দেয় বীর সেনা তোলে বর্ণে নাফা
প্রজা ভক্ত বোঝে না বর্ণমন্ত্রীর দেশ রফা।
ধৃতি রাজ