তোমার অট্ট হাসির খেলা
চলছে আদিম হতে মেলা
বেঁধেছ দেখিয়ে ভয় কায়দা
হাজার বর্ষ তুলছো ফায়দা!
ছুটতে অনেক চলার পথ
ভুলেই গেছো নিজে অসৎ
সুদূর পথের মোড় হরেক
এবার থামতে হবে বারেক।
দুষ্টের জালের চক্র নিদান
নিপাত যাবেই ভ্রষ্ট বিধান
সেকাল একাল নহে সমান
বিগত হবেই ভ্রমের চাপান।
গলদে নরত্বে যত ক্ষতি
মুছবে জাগর অসুরা মতি
অদম্য সুশীল সভ্য নিধি
উদয় হচ্ছে অখিল বিধি।
অসুরা> অতিমানবিক
ধৃতি রাজ