বিশ্ব ঋভু কল্পে আজও চলছে বুনো লড়াই
নষ্ট কথায় ভ্রষ্ট মানব করছে জাতির বড়াই,
নিত্য আঁকে বৃত্ত ফাঁদে অপর জ্ঞাতির মরণ
স্মরণ বরণ ফর্দি রচন কুটিল করে সেবন!
চলন বলন নাট্যরূপী হিংস্র বুকের ভিতর
সাজন মাজন চর্চা রোদন গোষ্ঠী ধর্মে ইতর।
যুক্তি আঁটে প্রকৃতি কুলে মিলায় অবান্তরে!
দৈন্য চেতন অক্ষ ভাঙে সিদ্ধ দোহন দরে,
কার তরে কে, অবুঝ হেথা ভ্রমের কৃষ্টিধারা
দৃষ্টি দোদুল মানব ভেদী কুজন সবার সেরা!
দোহন > বলপূর্ব্বক আদায়
ধৃতি রাজ