আমি -,
এমন একজনকে খুঁজে চলেছি -
যে শক্ত করে বুকের পিঁজরে
আসঞ্জনে ধরে রেখে বলবে-
তোমার মমতায় আমি স্নিগ্ধ;
তোমার ব্যথায় আমি ব্যথিত;
তোমার কষ্টের লীলাহীন শিখায় আমি ভস্ম,
তোমার বেদনার ধুল আমার সারা অন্তর জুড়ে-,
তোমার আবেগ আমার শিহরণ;
আমার জাগরণ,
আমার নিঃশেষিত অবস্থার উজ্জীবন।
তোমার প্রেম আমার অমৃত;
আমার সঞ্জীবন;
তোমার ভালোবাসা আমার উদীয়মান শক্তি;
আমার অকুতোভয়ের উৎস।
তোমার হাসি আমার বেঁচে থাকার রসদ;
তোমার কান্নায় আমার চেতনার শেষ পরিণতি -
জন্ম দেয় ; তোমাকে অন্তরদৃষ্টি দিয়ে
বার বার ছুঁয়ে দেখার,
তোমাকে ছাড়া, আমি মৃতপ্রায় আলোকলতা
অথবা পড়ে থাকা এক টুকরো ইয়ু শাখা,
তোমার চৈত্রের চোখের জলে, আমি সিক্ত হই,
আমি পুষ্ট হই, আমি প্রাণিত হই-
সদ্য অঙ্কুরিত বীজের অদম্য সজীবতায়।
("ইয়ু" একটি গাছের নাম, যার শুকনো মৃতপ্রায় ছোট্ট পড়ে থাকা ডালের টুকরো থেকেই পুনরায় জন্ম হয়)
DHRITI RAJ