আঁমি নুপাঁই,
ঘুঁম ভাঁঙ্গি দিঁখি মোঁর মাঁ নাই পাঁশে
মোঁর মাঁ মোঁক শুঁইয়্যাঁ রাঁখি ওঁ পাড়ায় গাঁন শুঁনতি গেঁচি
রাঁস্তায় দিঁখি আঁপনিও গাঁন শুঁনতি যাঁচেন
তাঁই আঁপনার পিঁছে পিঁছে হাঁটি।

আমার কানে নাকি নুপাইয়ের স্বরে "চন্দ্রবিন্দু" বোঝার ভাবনা মাথায় এলো না,
ভয় অভয়ের দোলাচলে সময়ের পরিধানে
নুপাইয়ের হাত ধরে গোরস্থানের ফাঁকা মাঠের পরে ও পাড়ায় গানের জলসায় হাজির হলেম
নিমেষে নুপাই মা মা চিৎকার করে ভিড়ের মাঝে প্রবেশ করল।
আমিও কালক্ষেপ না করে আঁধারের সঙ্গে পাল্লা দিয়ে আবার ফাঁকা মাঠ পারি দিলাম
গোরস্থানের কাছাকাছি আসতেই গা ভারী হয়ে এলো
গুনগুন করে গান গাওয়ার চেষ্টা করি কিন্তু গলা আউড়ে জড়িয়ে স্বর নেতিয়ে পড়ে!
ঠিক তখনই, পুকুর পাড়ে অনড় "থ" !
কতটা সময় মস্তিষ্ক অকেজ ছিল জানিনা
শীর্ শীর্ ইর্ ইর্ থরকম্পে
চোখের অনুভব ফিরে পেতেই "চক্ষু চড়কগাছ" !


ধৃতি রাজ

আসিতেছে..... পর্যায়ক্রমে...