যাচ্ছি যখন বাজার পাড়ায়
দেখছি এদিক ওদিক
মাস্ক পড়ে সব মাসি পিসি
তুলছে উকুন খানিক
গল্পের তালে বলছে দেখি
মাসি পিসি ঢুলে
এমন রোগের কঠিন নিয়ম
মানছে না কেউ মূলে!

সবাই যতনে মাস্ক পড়েছে
কেউ নেই তো বাকি
করোনা এখন সবার আছে
বলছে পাশের খুকি!
প্রশ্নটা তার মাথায় ঘোরে
বললে গল্প মাঝে
করোনা যদি সবারই হয়
মাস্ক প্রয়োজন কিসে?


ধৃতি রাজ