ঐ দেখ দূর জানলা দিয়ে; দিগন্তের ওই পারে
গড়িছে মুর্তি আপন হাতে তাহারই কৃপার পরে,
উপাদান সার করিয়া কদর যতনে খাঁচার পর
কাঁদামাটি তাল পাকায়ে জড়ায় মাথা মুন্ডু ধর,
যতক্ষন কাজ চলে দরকারি থাকেনা ভ্রান্তি ডর
দিবা নিশীথে সকলে মানি উপাদান, কারিগর।

ঐ দেখ দূর জানলা দিয়ে দিগন্তের ওই পারে
সমাপন শেষ তুলির টানে আঁচলে ভ্রান্তি ভরে,
ঈশ্বর নামে হুজুগ হপাই তাহারা জোগানদার
রাজা মন্ত্রী উৎসবে মাতে, করে খায় দরবার,
দূরে রাখে তার অজুত সিপাই অচ্ছুত কারিগর
চাতুরী মানব গড়েছে এ ভ্রম সাহিত্য সম্ভার।


ধৃতি রাজ