সময়ের শরীর ঘ্রাণে বেদন ঘন উত্থলে ওঠে
উষ্ণ পরশ সমাগমে দোলায় মন বিঘ্ন টুটে
চলমান প্রকৃতি অঙ্গ ধরায় যত জীবন জড়
গঠন খসা চক্রযানে পরম সত্য অদম্য ভর
প্রতিদিন অন্বয়ে ঘট জমায় তান ভৌম স্মৃতি
কালের কুলা নিরন্তরে গড়ায় কত ঋদ্ধ মতি
স্বপনের বরণ বান ভাসায় স্বপ্ন মরমে গেঁথে
তন্ত্র লীলা কর্মকাণ্ডে বেদন ধুপ ছড়াই পথে।
ধৃতি রাজ