শতকরা এক দুই সাদা আলো বিছুরক
বর্জনে ঢাকে তারে গাঁজাখুরি ইহলোক
কারা যেন বলে গেছে ঈশ্বরই বিধিবাম
চোরেদের ভারী মজা মানতের ধুমধাম
ডিগ্রিতে মহা জ্ঞানী নেই কোনো চেতনা
কানা খোঁড়া হীন চেতা শিক্ষক শিক্ষিকা
জুটি বেঁধে গাড়িতে যাতায়াতে কামাবেশ
হাজিরায় বেনিয়ম ফ্যাশানের নেই শেষ
লেখাপড়া ডটমার্ট কাঠামোয় চলে ভাঁজ
খুশিতে পড়ুয়া গড়ে ঠুনকো প্রেমের তাজ
অনুপম ছবি তোলে লেন্স ভাঙা ক্যামেরা
আইনের মৃদু ফাঁকে ছুটি খোঁজে ম্যামেরা
পাশে রয় জুটি তার মাথা খাওয়া শিক্ষক
মোহদোষে অন্ধ বোঝে না সমাজ ঘাতক
নির্বোধ জেদী রোলে ঝগড়ায় তেড়েফুঁড়ে
ধমকায় যাকে তাকে শিক্ষার জাত মেরে
খোঁজে সুখ বিকৃতে বন্ধ্যা সে বোঝা দায়
আদুরে কথা জালে দম্ভে শ্রী মাথা খায়!
মানুষের ছাঁচে গড়া প্রকৃতির কালা ছাট
আমিত্বে গোঁয়ার ছায় পৃথিবীর মাঠ ঘাট।


ধৃতি রাজ