পাহাড়ের কোল চাও চাও চূড়া দুরূহ
সাগরের ঢেউ ভেঙে চাও মরু বিরহ
শিশুকালে গল্পেতে ভিত গড়ে আঁধারে
বিদ্যার ধাপে ধাপে ভ্রমে ছোট আহারে!
মুখে বলো আমি নই সব করে বিধি রে
স্ববিরোধ জামা গায় যাও নিজে বিহারে
চিন্তনে কাজ করো ইচ্ছের গোড়ামিতে
বিপদের কলে পড়ে ঈশ্বর গড়ো সিধে!
বাস্তব দূরে রেখে রাখো দূরে মানবতা!
সমাজটা চুষে খাও ভুলে যাও সভ্যতা
সারাদিন যথা তথা তুলনায় তোল ঝড়
অবশেষে কারো ছোট হও করে দরাদর
অশান্তি বেঁধে বাসা জীবন কাটে খাসা
নীরবতা নেমে শেষে পড়ে দিন যবনিকা।
ধৃতি রাজ