মন রে তুই কোন্ মোহের টানে বাঁধিস সুখের ঘর রে,
বাঁধিস সুখের ঘর,
যারে তুই আপন ভাবিস সে যে বড় পর রে
সে যে বড় পর।
যার লাগি তুই সব হারালি, হলি চোরাবালি,
মায়ায় ডুবে ভবের মাঝে করলি জীবন কালি,
সেইতো আজ তোকে ছেড়ে বাঁধে নিজের ঘর রে;
বাঁধে নিজের ঘর,
যারে তুই আপন ভাবিস সে যে বড় পর।।
সব ভুলে তুই মনের কোণে দেখরে চেয়ে আজ,
কালো মেঘে ছেঁয়েছে তোর ভবলীলা সাজ।
মন পাখিটার মনরে তুই কেন ভাবিস মিছে,
চোখের জলে বুক ভাসিয়ে দিনতো সবই গেছে
সেই যে বড় মিথ্যেরে আজ বালুকা চর রে
বালুকা চর,
যারে তুই আপন ভাবিস সে যে বড় পর।।
মনরে তুই দেখরে ভেবে কেউ তো কারো নয়,
হারাবার নেই তো কিছুই করিস না আর ভয়
মাঝ দরিয়ায় তুফান ঝড়ে সত্য রূপান্তর রে
সত্য রূপান্তর,
যারে তুই আপন ভাবিস সে যে বড় পর।।
গীতিকাব্য
DHRITI RAJ
গানের স্বরলিপি ~
প - ধ র্স | - ণর্স ধ প | ধ - পম - |
ম ন্ রে তুই ০ কোন্ মো হের্ টা ০ oনে ০
গ ম র্স ণ | ণ দ - - | দ দ গ ম |
বাঁধি স্ সু ০ খের্ ঘ ০ র রে ০ বাঁ ধিস্
প ণ ণদ দ | প - - - |
সু ০ খে র্ ঘ ০ ০ র্
প - ম প | গা রে - গা | গা গা - - |
যা ০ রে তু ই আ প ন্ ভা বি ০ স্
গা ম র্স ণ | দ - - দ | দণদপদ দ - গা |
সে যে ব ড় প ০ ০ র রে০০০০ ০ ০ সে
ম প ণ ণ | দপ - - - ||
যে ব ০ ড় প০ ০ ০ র্ || ]
প দ র্স র্স | র্রে - র্রে গ | ম জ্ঞ রে ম |
যার্ লা গি তুই স ব হা রা লি ০ ০ হ
গা রে র্সা র্সা | র্সা র্সা - র্সা | - র্সা - র্রে |
০ লি চো রা বা ০ লি ০ ০ মা য়ায়্ ডু
র্রে গা গা গা | র্রে র্সা র্রে র্সা | দ প দ দ |
বে ভ বে র্o মা ঝে কর্ লি জী বন্ কা o
- পম - - | ম - - প | দ - ণ - |
০ লি০ ০ ০ সেই তো আজ তোকে ছে ০ ড়ে ০
র্সা - দ প | প - - দপম | - গা ম প |
বাঁ ০ ধে নি জের্ ঘ র্ রে০০ - বাঁ ধে নি
ণ দ প - | - - - - ||
০ জের্ ঘ ০ ০ ০ ০ র্ ||
গা - ম প প | গা রে - সা | - ন সা - |
ম ন্ রে তু ই ম নে র্ কো ণে দেখ্ রে ০
ম গা গা - | - - মগরে - | গা ম র্সা ণ |
চে য়ে আ ০ ০ ০ ০০জ্ কা লো মে ঘে
দ - দ দ | - - দপদপ ম | গ ম র্সা ণ |
০ ০ ছে য়ে ছে তো ০০০০ র্ ভ ব লী লা
প - - - |
সা ০ ০ জ্ |
এর পরে অন্তরা অংশের একই স্বরলিপি প্রযোজ্য।