এক পলকের দৃষ্টি দুলিয়ে জাগাও মিলন গন্ধ
খাই গিরিতে ঝর্ণা কি গো সদাই ভেজায় ছন্দ?
গড়ন ভুলায় লোভের ভাঁজে প্রেমের মোহ ডগে
বলির পাঁঠা মন ডুবে যায় তোমার উতাল বুকে
আঁধার রাতে চিকণ জোছ্না যতই চাখি আগে
এমন কিরণ মোহন আভা পাইনি কোনো বাগে
আর কতদিন সইতে হবে দূর থেকে দূর চেয়ে
বলবে ওগো ডাকবে কবে ভরাট মিলন ছায়ে?


ভাবছ হিসেব পাল্টে যাবে আমায় কাছে নিলে
ভাবছ কদর থাকবে না আর হৃদয় যাবে জ্বলে
নয়তো এ ভাব ডুবিয়ে রাখে বেঘোর দিবারাত্রি
আসে না ভোর নিয়ম চেতনা কালান্তে অনুযাত্রী
অনুভবে ভেদ ঝলকায় প্রেম প্রকৃতি সুরে বাঁধা
তোমার আমার সবার ঠিকানা ভৌত সত্তে ছাঁদা।



ধৃতি রাজ