চেতনা মূলে আছে শিক্ষার মহাদান
মুক্তির চেতনায় নর পায় নব জান,
ধূর্তেরা ভাঙে তাই শিক্ষার পাঁজরা
অবতার সেজে করে সাম্যের ঝাঁঝরা
সময়ের তালে তালে বদলায় রঙ তার
ধর্মের খুঁটি পুঁতে ভোটে গড়ে সরকার।
ঝাবু রায় মন্ত্রী সে শিক্ষা যে নাহি তার
চেতনার নীড় ভাঙে অন্ধের কারাগার
গোষ্ঠীর শিকলেতে প্রতিরোধ অতিশয়
অফিসার যত সব নিজ জ্ঞাতি মহাশয়
রাজা হতে মন্ত্রী ও জমিদারি রূপ বেশ
যুগে যুগে ছলেবলে কব্জায় রাখে দেশ।
ঝাবুদের কলে যারা হয়ে গেছ অন্ধ
জেনে নাও দুটি কথা মুখ রেখে বন্ধ
ঈশ্বর বিশ্বাসে লাগে না তো শিক্ষা
মনে রেখ মালা জপে পাবে শুধু ভিক্ষা
দিন যায় ক্ষণ যায় মিছে ভ্রম পাল্লায়
নতশিরে রয়ে যাও দাস তুমি হল্লায়।
ধৃতি রাজ