তুমি মিথ্যুক তুমি বর্ণবাদী তুমি জাত বিভাজক
শয়তান তুমি বর্বর জাতি যুক্ত শোণিত শোষক
অকর্মা তুমি নিজ খোরাকে খাটুনি ভয়ে অলস
অস্ত্র জোরে খাও কেড়ে বদলাও দ্রুত খোলস
মিথ্যে কথার গল্প পুরাণে বেঁধেছ সাহিত্যে সুত্র
রাক্ষস দানব দিয়াছ গালি সয়েছি ভুমি পুত্র
ফসল ফলাই পেটের দায়ে আমরা চষি জমি
কৃষি অজ্ঞ পাষন্ড দল স্বত্বে কব্জা করেছ ভুমি
নিঃস্বে মোদের বেঁধেছ নিচে তুমি বর্বর শাসক
শোনাও অলীক ভাগ্যের বুলি ধূর্ত সভ্য নাশক।
খল বর্ণবাদীর রাজনীতি দল দুই চার পাঁচ সাত
জ্ঞাতির গড়া সব দল তাই শাসকের বাজিমাত
পাষন্ডের দল প্রচার চালায় মোহ রঙ রাজনীতি
সত্যের ঢঙে মিথ্যের জালে; গ্রাসে অর্থনীতি
ভুমি পুত্র দেখ জাগরণে তব জন্মের অধিকার
বিভেদ ভেঙে লও ছিনি লও স্বদেশ শাসন ভার
ছলে যুগের তালে বর্ণভেদী রাখছে ধরে ক্ষমতা
দাও ছুড়ে দাও তাদের এবার নাও দখলে সমতা।
ধৃতি রাজ