যদি অন্ধকারে ডুবতেই হয় তবে প্রকৃতির নিয়মে ডুবে যাও
প্রয়োজনে প্রকৃতিই আলোর পথে নিয়ে আসবে।

আলো হীন মসৃণ সুন্দর পথ তৈরি করে রাখছ
তাই -
আলোর তৃষ্ণায় প্রজন্মের স্রোত বয়ে চলে গাঢ় অন্ধকারে!

আলো হীন পথ রচনা থেকে বিরত থাকো,
দেখবে আলোর পথই কেবল সামনে পাবে।

কথাগুলি শুনেছিলাম আমার প্রাণ প্রিয় শিক্ষক পন্ডিত পঞ্চানন মহাশয়ের মুখে
গত হয়েছে সে কথা পঁচিশ বছরের পূর্ণতায়
ভাবার সময় পাইনি!

সাঁঝ বেলায় বাঁশ বাগানের ঝিঁ ঝিঁ পোকার প্রকট শব্দ-
আমার দৃষ্টি টেনে নেয়
পোকার সুরে সুর করে যা কিছু বলি তাই মিলে যায়
কি আশ্চর্য!
খুঁজতে থাকি প্রাবল্য গুণ জাতি!

রাতের গভীরতায় ফুটে ওঠে উজ্জ্বল তারা যত
বাঁশ বাগানের মাথার ফাঁকে ফাঁকে
মিলিয়ে যায় রাতের অবসানে
নতুন ভোরের টানে।


ধৃতি রাজ