যদি হও জীবন সাথী আমায় ভালোবেসে
ভাঙা ঘরে রাণী হবে চাঁদের আলোয় মিশে।

সবুজের হাত ধরে গান
গাইব তোমায় ঘিরে
পাখিদের সঙ্গী হব
দূর বহুদূরে
ঐ নীল আকাশে, চাঁদের আলোয় মিশে
যদি হও জীবন সাথী আমায় ভালোবেসে।


আঁচলের ছায়া তলে বসে
গন্ধ জড়াব গায়ে
বাতাসের সঙ্গী হব
ঢেউ দোলা দিয়ে
ও সোনালী শিষে, চাঁদের আলোয় মিশে
যদি হও জীবন সাথী আমায় ভালোবেসে।

গীতিকাব্য
ধৃতি রাজ