গলদ গর্জায় দম্ভ নিনাদে
সত্যহিতের ঘোর বিরোধে,
উদ্দাম ঘৃণা ঘনায় বরণে
মানবতা পিষে চরণে।
নিসৃষ্ঠ ভ্রষ্ট নষ্টের গোড়া
ভ্রান্ত অ্যাখ্যানে পূণ্য ধারা,
বিভ্রম মূলে বর্বর ধনী
হীন জাতিবাদী প্রাণী।
ইন্দ্রি নাগরী নিছনি থাবা
নির্গতে ভরে গরল লাভা,
মতি-যতিহীন চলিছে বয়ে
মানবতা বিভা নিভায়ে।
ধিক্! শত ধিক্! উদ্ভট প্রাণী
স্ব-আশ পঙ্গু অকর্মা ঢেঁকি,
কতকাল রবে নেশার ঘোরে?
শয়তানোচিত অহংকারে!
ধৃতি রাজ