বিবিধ জ্ঞানে করলে কেহ বর্ণবাদের দালালি
বর্ণবাদীর প্রচারে দেখি সেই আদরের দুলালি,
মারছে শ্রমিক হেসে
ঢং করে ভালোবাসে
দালালি করে পায় পুরষ্কার, শেষটায় হালালি।

অন্ধের নামে দ্বন্দ্ব বাধায় সমাজটা যায় চুষে
এমন করেই সময় প্রলেপ দিচ্ছে মাথায় বসে,
বিভেদ পাঠের ফালি
ভরছে নীতির ডালি
বুঝবে যেদিন জগৎ সমাজ পড়বে পায়ে খসে!



ধৃতি রাজ