সময় যখন ঋতুমতি এই ধরণীতলে
আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠে প্রকৃতি অঙ্গ
তুমি আমি মায়া জড়ানো শব্দে বুক ভরে শ্বাস নিই-
পলাশ শিমুল আম্র মুকুল বাতাস ঘ্রাণে,
সুর তোলে মনে বাংলার পাখি যত, শিহরণে উন্মত্ত প্রেম সমাগমে,
এ বেদন আমার,
বাংলা মায়ের স্নিগ্ধ ভাষা আমার হিয়া!
মুখের শব্দ কেড়ে নিতে, নিয়েছে তরতাজা বাংলা প্রাণ,
ইতিহাস সাক্ষী, ইতিহাস ধ্বংসের লীলাখেলায়
উঠেছে মেতে, আজও মেতে ওঠে রক্ত খেকো জাত,
দানবীয় অভিঘাতে!
রক্তের অম্লান আলপনা এঁকে গেছে দুঃসাহসী বীর বিদ্রোহী, তাই -
বাংলা বসন্ত দিবস খেলে অবনী পরে
সিক্ত মনে দোলা লাগে আজি তারই হিন্দোল!
বাংলা মায়ের স্নিগ্ধ অভিধানে আমি তুমি
এসো, অমর বাংলা আনন্দ ধারায় চুমি।
ধৃতি রাজ