সঙ্ঘ ধনী দুখ তাড়নী
শীর্ণ জীর্ণ হাড় দুখানি
দোষ খানা তার স্বভাবী
জেনো মস্ত চির অভাবী।

ভাব খানা করে জাহির
মিষ্ট চলা দেখ বাহির
ফর্দি কথা বলে যখন
কত শত ভক্তি তখন।

নিঃস্বে ধার দিলে সেরেক
কষে, সুদ চক্র হরেক
দিনে পোয়া মাসে আধমন
সনে কষে বলে সাতমন।

লক্ষ্যে পাকা অঙ্ক যতেক
কল্পে গড়া দৈন্য বিবেক
অন্ধে ভরা পঙ্গু সমাজ
ধনী চোষে বলে সুকাজ।



ধৃতি রাজ