শোন্ তবে পাতিহাঁস, ডেকে কয় রাজহাঁস
তোর চেয়ে ঢের বেশি আমি করি অভিলাষ,
প্যাঁক প্যাঁক করিস শুধু আমি করি ফাঁস
বল্ দেখি আমি কেন বেশি করি আশ?
রাজ বাড়ি ছেড়ে কভু যাই নাতো কুঁড়ে ঘর
হিসেবটা মিলবে না রাজা কি হয় পর?
রাজার বিশেষণ পাই তাই আমি রাজহাঁস
খাস শুধু তুষ-ভাত বুঝবি কি পাতিহাঁস?
দুধ জল মেশে যদি খাই আমি দুধ খালি
নামের আগে "রাজ" দেখিস না চোখ মেলি?

রাজ হাঁসের বিদ্রুপে পাতিহাঁস কয় চুপিসারে
সকল ক্ষমতা জিনের সজ্জা পর্ব; শ্রেণী বলে,
ভাবছিস পরিচয় নামে বড় কর্ম ফল পেলে
সেটাও বাঁধা প্রতি জীবের গোত্র জাতি গুণে,
জ্ঞান গরিমায় বুদ্ধিমানে বিবেকে সেরা হলে
কর্ না প্রজা মানুষকে হাঁসরাজা তোর অধীনে।



DHRITI RAJ