রগর জমেছে পাড়ায় পাড়ায়
গোলক ধাঁধায় পড়ে
চোর তাড়াবে মাসতুতো ভাই
শাসক জ্ঞাতির ঘরে!
ধলোরাম কয় আমি ছোট চোর
মহাচোর বলোরাম
চৌত্রিশে চুরি হাজারে হাজার
পনেরোয় শুধু নাম?
ফাঁপর দমাতে চোরের তন্ত্র
উৎসবে টানে দৃষ্টি
মন্দির থেকে মসজিদে ঠাসা
বেজাতের অনাসৃষ্টি।

কারা যেন সাজে দেশের ভক্ত
জনতার মন পেতে
ধরমের নামে ভোট চুরি করে
রাহাজানিতে মাতে
কাটাকুটিতে আইন সাজায়
সংসদ মহাকরণ
গোত্র বিষে জালিয়াতি চাষ
বাড়ছে চোরের ফলন,
চাকরি চোরের দুধে ভাতে দিন
অমূল্য তার জীবন
পথে বসে ক্রেতা বসুক জনতা
চলবে চোরের শাসন।


ধৃতি রাজ