চাহি সভ্যতা পুরাকালে
মানবের জরা জালে
আধা বিকশিত ঠাউরে
মতের বিরোধ ঘোরে
প্রকৃতি দখল চলে
গুণের তারিফ তালে।
কাহার জীবন গল্পে
বাসনা পূরণ মোহে
কাহাকে চন্দ্র টানে
কতেক সূর্য মানে
চলন ব্যবহারে যুক্তি
হিংসায় পরিহার ভক্তি।
ফুল ফল লতা পাতা
হাজার নতুন গাঁথা
আচারে জমাট তথ্য
ভাবনে গোষ্ঠীর নৃত্য
বিভেদে বিবিধ রীতি
আরম্ভ ধরমের মিতি।
ধৃতি রাজ