ওই দেখ মধুমতি দিয়ে হামা পরে জামা
এভাবেই গেলে পরা, কেন হবে শুধু খাড়া?
পরীক্ষা বন্ধ হলে হালকা মাথায় সে যে
মজে বড় হুল্লোড়ে সকাল বিকেল সাঁঝে,
মাঠে ঘাটে ময়দানে মোবাইলে খেলে সুখে
ছাড়বে না তবু খেলা যাক্ বেলা পেট ভুখে,
কাজ নাই পড়াতে খেলে তাই খেলা ফাঁদে
গেমঅ্যাপ বন্ধে দেখ ধর্নায় বসে কাঁদে!


ধৃতি রাজ