দুয়ার খুলে 'দু' হাত তুলে আয় রে মানুষ বুকে
বাঁধবো এবার আপন হিয়ায়
বাঁধন টুটা চুকে
ও ভাই বাঁধন টুটা চুকে।
ও হো হো হো হো ও।
ভাঙবো বিভেদ হিংসা ভুলে, নবীন মানুষ হতে
প্রভাত আলোয় ফুটুক চাঁপা দিতে পায়ে মাকে।
খুশির বাহার আসবে তখন দুলবে দোলায় দুলে
মন রাঙিয়ে ও ফুল মালা গাঁথবে হৃদয় কুলে;
গাইবে এ গান মধুর সুরে আপন ছন্দ তালে,
নয়ন মেলে রইবো চেয়ে গানের কথা মেখে।।
গীতিকাব্য
ধৃতি রাজ