একুশের তেজে ধর্মের পাশা
চাই ক্ষমতার জাদু
ছকের খেয়ায় পাল তুলেছে
নোবেল জয়ী দাদু!

এক থেকে দুই দশের বিষে
ছড়িয়ে ঘৃণার দূষণ
হিংসার জাল জড়িয়ে মজায়
রক্তের স্বাদে শোষণ!

মধুর কথায় উন্মাদ ভীষণ
নাটকে মায়াবী ভদ্র
ফুল বাগানে আগুন লাগিয়ে
আনবে মরুর চন্দ্র!

চষবে সেথা জাতের বাগান
বিনা বাতাস ঝরনায়
কেবলই আলোর মন মাধুরী
নাক ধাঁধানো বাসনায়!

তাইতো দাদু নাকের ডগায়
স্বপ্ন ঝুলিয়ে হাঁটছে
হাতের নাগাল পেলেই ধরে
ভিত্তিপ্রস্তর করবে!

হনুর নেশায় কাছার লুঙ্গি,
নেংটি খুলে নাচছে
উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে
উল্লুক ধুয়া গাইছে!


ধৃতি রাজ