আমি ফাল্গুন হতে দেখেছি তোমায়
দুলতে চোখের তারায়,
তুমি দুলে দুলে ওঠো বৈশাখীতে
আমার আপন হিয়ায়।
ও ও ও হো হো ও - -

ঐ চাতক চৈত্র চেয়ে ছিল জল
হিসেবের ভুল কষে
জৈষ্ঠৈর টানে ফিরে ফিরে আসে
আষাঢ়ের মেঘ শেষে,
আমি খুঁজেছি তোমার শ্রাবণের ধারা
আশ্বিনেতে মিশে
খুঁজে ফিরি সাড়া পাইনি তো ভরা
ভাদরের দিন দিশে,
তবু, হার মেনেছি, ঘিরেছে তোমার
অঘ্রাণে ঘ্রাণ আমায়।

সেদিন দাঁড়িয়ে ছিলে আনমনে তুমি
কোন্ সে খেয়াল পালে?
ঘন কালো আধো গভীর নিশানা
ছিলে যে মাঘের তালে
আমি কার্তিকে পাই পৌষের ডাক
তোমার বুকের পর
আদরে যতনে সোনায় সোহাগে
মেনে নেই অনাদর,
শুধু সুরভিতে মেতে আঁচলে তোমার,
ভালোবাসি আমি তোমায়।।


গীতিকাব্য
ধৃতি রাজ