হরেক চক্র মিলায় বিশ্ব সংযোগে গতিশক্তি
নিয়ম সুত্র বিন্যাস আর সমাহার ধ্রুব যুক্তি
কেহবা ধ্যানে বিচ্যুতিহীন খুঁজে পায় বাস্তব,
নির্বোধ মজে কল্পের ঘোরে দেয় প্রতি প্রস্তাব।

জনম তোমার পাপের মণ্ড পাপেই পীড়নময়
আচার দ্বিচারে তারই প্রকাশ অন্তে নরক ভয়,
হাজার চেষ্টা খণ্ডাতে পাপ খোঁজ প্রভুর মানে
নিজের দগ্ধা সন্তানে দাও বুদ্ধি বিচার জ্ঞানে!

তুমি অবতার মহা ধার্মিক খণ্ডাও যদি পাপ!
বুঝেও কেন কামে মত্ত নিষেকে কিসের দাপ?
স্বর্গের লোভে ধর্মের নেশা; নেশাতুর জন্মায়!
মর্ত যদি নাই ভালো হয় জন্মানো কার দায়?

ব্যাখ্যার পরে প্রশ্ন হাঁটে আলোর ভুবন পথে
উত্তর বোধে রয়ে যাও তবু শুদ্ধ গোঁয়ার মতে,
প্রকৃতি মাঝে ফিরাও ইন্দ্রি মর্ত আপন করি
কল্পের সুখ বাস্তবে নাও প্রজন্ম রাখো জারি।


ধৃতি রাজ