ধর্ম ধর্ম ধর্মান্ধ নেশায় মানুষ মানুষে পিষছে
রক্ত খেকো জাত অপয়া প্রকৃতি নষ্ট করছে
দখলদারি পক্ষে দালাল ধোঁকার ঝুলি হাতে
রঙিন স্বপ্নে দিন ভিজিয়ে চিত্র আঁকে দাঁতে
উত্তম হেসে প্রচার কিসে! ভাব তার মহাবীর!
শতঢঙে ছায় বিষের বিষ কালা ভক্তির পীড়।
দুর্বল নাচে খিদের জ্বালায় সবলের উৎসবে
ভঙ্গি বাড়ায় দৃশ্যে গোদা অন্ধ প্রভুর দুয়ারে
প্রকৃতি পাঠে ঘোর অনীহা আচার দুষ্ট স্বভাব
জাতির নামে চিরবজ্জাত জাতির অভিশাপ।
মাতাপিতা গোষ্ঠী সীমা শেখায় বিভেদ ঘৃণা
বেইজ্জতি শিক্ষায় খুঁজি সু-ইজ্জতি পানা!
সবল গোঁড়া দালাল এসো সরল শিশু মনে
গাঁজাখুরি এ ধর্ম নেশার প্রভাব ছুটবে ধীরে
পৃথিবী সাজবে সভ্য মানে নিধান সাম্য হালে
মানুষ হবে মানহুঁশে সেরা বিশ্বপ্রকৃতি কুলে।
ধৃতি রাজ