এসেছিলে তুমি--প্রথম দিন একবার,
দ্বিতীয় দিন দুবার তৃতীয় দিন
তিন বার হাসি।
দেখে মনে হয়েছিল সেদিন
এমনই বুঝি তোমার অন্তর খানি
পর পর সাত কি সতেরো দিন।।
বসন্তের শুরু
আমন্ত্রণে সবাই এসেছিলে--
ভেবেছিলেম হাসি মুখে হবে বিদায়
কিন্তু না, হয়নি তা
শেষ পর্যন্ত এক এক করে
সব্বাইকে কাঁদিয়ে কেঁদেছিলে-।।
যখন চলে গেল সবে
চাপা হাসি মুখে, কান্নার-সুখে
বেরিয়েছিলেম আমি-
ছিন্ন ভিন্ন তোমার হাসির ঝলকে
মনের স্বপ্ন হৃদয়ে এঁকে
বিদায় নিয়েছিলে সেদিন -
মনে হয়েছিল শেষ বিদায়-।।
একদিন কি দুদিন পর
মায়া কি মমতা অথবা পূর্ণ
হৃদ বাঁধনে,
এসেছিলে তুমি!
এসেছিলে তুমি প্রথম দিন একবার
দ্বিতীয় দিন দুবার তৃতীয় দিন
তিনবার হাসি!
DHRITI RAJ