হে নারী শক্তির প্রচারক বা নারী মুক্তির যোদ্ধা
তোমাকে জানাই হৃদ উষ্ণ অভিনন্দন।

নারী শক্তির প্রচার বা নারী মুক্তির লড়াই
আর -
বর্ণবাদীর বর্ণবাদ টিকিয়ে রাখার কৌশল যদি তুমি গুলিয়ে ফেলো,
অথবা ইচ্ছাকৃত ইতিহাস গুলিয়ে বর্ণবাদ টিকিয়ে রাখার ফাঁদ তৈরি করো
তবে তুমি একজন বর্ণবাদী কিংবা তাদের তুমি পরিশুদ্ধ দালাল।

হে ভয়ার্ত সমাচ্ছন্ন সিন্ধু সনাতন জনতা-
তোমার পূর্বসুরী অসুর আর, অসুরীয় সভ্যতায় নারী ছিল সম্মানের শীর্ষে
সমাজ ছিল মাতৃতান্ত্রিক
তুমি তোমার পরিবারকে লক্ষ্য করে দেখ সেখানেই আজও লেগে আছে পরম মানবতার অসুরীয় ছাপ
যা অনন্য অনিন্দ্য শান্তির দরাজ!
ক্ষুদ্র ক্ষুদ্র বাসনা আর পেটে খাওয়ার খাটুনির সম্ভার,

চেয়ে দেখ ক্যালেন্ডারে লুটতরাজ্ কেলেঙ্কারি
বড় যত হিংস্র জঘন্য নারকীয় কুকর্ম সবেতেই আছে সুরীয় বংশধর!
আদিম হতে তোমার খাদ্যের ভাগীদার!

তুমি ও তোমার অসুরীয় সভ্যতা নিকৃষ্ট নয়, নারকীয় নয়
তোমার মাথা বিকৃত ইতিহাস ও অমিল কিছু যুক্তিতে গোলামীর রাস্তায় হাটে অবিরত!
তুমি সমাজ বৈষম্যে নিচে তাই সহজেই নিজের পূর্বসুরীদের ঐতিহ্য বিসর্জন দিতে পারো,
তোমাকে ছোট জাত বানিয়ে তোমাকে দিয়ে তোমার পূর্বসুরীকে রোজ অপমান করা হয়!

কুকথায়, ঘৃণ্যিত বৈষম্যের সম্মোহনে
পূর্বসুরীদের অস্তিত্ব অস্বীকার করতে বার বার জাত ধর্ম পরিবর্তন করেছ
আঁকড়ে ধরেছ হিংস্র অসাম্যের বৈদিকতা
আর কত পরিবর্তন করবে নিজের অস্তিত্ব?
কি পেয়েছ তার থেকেও বড় প্রশ্ন-
আর কত ঘৃণা করবে নিজের পবিত্র পূর্বসুরীকে?
তোমার অস্তিত্ব অস্বীকার করতে তোমার বংশধর সাজ সাজ রবে মাতবে দুদিন পর
ঠিক যেমন তুমি রোজ রোজ মেতে ওঠো!

নিজ জন্মদে যারা অস্বীকার করে তাদের চেয়ে নীচ পঙ্গু মানব ইতিহাসে আর দ্বিতীয়টি নেই!

একবার ভাবো তোমারও ছিল পূর্বসুরী
তোমারও ছিল উজ্জল ইতিহাস,
সাম্যের অসুরীয় সভ্যতা প্রতিভাস
আর কতকাল তুমি রয়ে যাবে বর্ণবাদে চির মানসিক দাস?


ধৃতি রাজ