নিঝুম নির্জনে আঁখি চাহি শরমে
পহেলা আভায় হৃদ জাগে মরমে
কাছে চলি তব নিশ্চল আভাসে
হাতে হাত সঞ্চালি তনু শিহরণে
কম্পিত ওষ্ঠে সলজ্জ বদন মেশে
বারে বারে উন্মত্ত হই প্রেম ঘ্রাণে
মেটে না সাধ যত উত্থলে সাধিতে
দেখিয়া হয় না, দেখা নিজ ভিতে,
ছলছল ঢেউ খেলে ভাঙে কূল তায়
গতি পথ বদলায় নব রূপ সজ্জায়
ভাটা শুষে ক্ষণ আনিতে জোয়ার
মরু সম বারি যাচে চির অনিবার।



ধৃতি রাজ