ঘুরছে পৃথিবী মহা শূন্যে অক্ষে হেলিয়া ক্ষীণ
শহর দূষণে ভ্রমের ডঙ্কায় হুল্লোড়ে যায় দিন

গলির আঁধারে শহর মজে কাম কামনা সোমে
আড়ালে ঢাকে জাতের মূল উঁচু নিচুর শরমে
অন্ধ খোঁড়া গোলামে ভরা এ শহর ওলিগলি
রক্ত শোষক মশা এখানে সমাজের মহাপতি।

কৃত্রিম দশা রঙিন ঝলকে চলে বর্ণের নিগম
গাঁয় প্রকৃতি শুদ্ধ বাতাসে দৃঢ় প্রশ্বাসে জীবন

সবুজ গাঁয় মাটির মানুষে আলোর কুঁড়ি ফুটে
ঝরে পড়ে কত বিকাশ বিনে মূল সমূলে টুটে
গাঁয়ের প্রকৃতি সঙ্কর ঢেউ শহরের খাঁচা ভেঙে
বয়ে চলে ঘোর জনমানসে মোক্ষ চেতন দমে।


ধৃতি রাজ