শেষ রাতে ধরা দিলে দীর্ঘদিন পর,
তবুও সঙ্গে নতুন সঙ্গী! উফ্! বুকে ধরাস্ ধরাস্ হৃৎস্পন্দনের আঘাত!
বুঝিয়ে দিল ভালোবাসার মাধ্যাকর্ষণ অনুভুতি!

ভ্রমণের সজ্জায় আনন্দের ঘ্রাণ বদন জুড়ে যেন তড়িৎ খেলে যাচ্ছে!
মিলনের উচ্ছ্বসিত ফাল্গুন বাতাস তাদের চোখে মুখে,
যাত্রী প্রতিক্ষালয়ের ওপাশ থেকে ভেসে আসে সেই চেনা স্বর -
'চলো না আর একটু..... '

যতই বদল করুক প্রিয়জন!
ওটা ওর সাধারণ কথা, সাধারণ শব্দ, সাধারণ চলার ভঙ্গিমা;
তবুও আমার কাছে "বিশেষ", ঠিক যেন সেই আপনত্ব!

এপাশে মুখোমুখি হতেই
কম্পিত স্বরে জিজ্ঞেস করেই বসলাম -
কেমন আছো তুমি?
নিশ্চয়ই শান্তিনিকেতন এসেছিলে?
তোমার সেই প্রিয় রাবীন্দ্রিকতায় নিশিযাপন...!
কি একটা অস্ফুট শব্দে মাথা নাড়ে,
আমিও বাস ধরতে এগিয়ে চলি রাস্তার মোড়ে।

হঠাৎ দেখি ব্যাগ ভুলে ছেড়ে এসেছি প্রতিক্ষালয়ে!
ছুটলাম -
ফিরে পাওয়ার স্পন্দনে
আর একবার চোখ জুড়িয়ে নিতে, অনন্ত পাট্টায়!

ও আমার ব্যাগ চেনে, তাই সেটা তুলে নিয়ে আসছিল আমার দিকেই।
কাছে আসতেই,
বাঁধ ভেঙে দুই সাগরের জল বয়ে নিয়ে এলো প্লাবন!
তীব্র জলোচ্ছ্বাসে ভেসে গেল লজ্জা
ভেসে গেল ভয় বক্র সীমানায়,
আমার পাঁচ বছরের প্রেম আজ তোমার
যেমন নিশি যাপনের উষ্ণ রোমাঞ্চে তুমি সিক্ত,
আমিও ঠিক তেমনি ছিলাম!
ওর প্রিয়জনকে কথাগুলি বলতেই,
ধোঁয়াশায় ঢেকে গেল দুটি মুখ!

বুকের চাপা ব্যথায় পাশ ফিরতেই
উষ্ণ ভোরের ছোঁয়া মেখে গেল শরীরে।।


ধৃতি রাজ