আমার অধ্যবসায় আমার প্রশান্তি
চির চেতনার উন্নতি সাধিতে
উৎসাহে মাতে নিশিদিন তব দুয়ারে,
যত কল্প গরল কন্ঠে বুকে শিরে ধারণ করি
স্ব-অধিকার ছিনি দিয়েছে তব নিসর্গ ভূমে,
সিন্ধু অসুর, দেখ আঁখি মেলি
ধৃতি দাঁড়িয়ে এখনো স্থিরচিত্তে,
জাগো ওঠো এ স্বরাজ তোমার স্বৈর্য।
আমার শোণিতে মিশে আছে সার্বভৌম এক শ্রেষ্ঠ জাতি,
মিশে আছে জীবনের প্রধান লক্ষ্য,
অহিংস মানব রীতি সত্যে
এ বিশ্বলয়ে শ্রেষ্ঠ অসুরীয় সিন্ধু জনতা
আজও দীপ্যমান অসুর বুকে অম্লান শান্তি দরাজ
এক ফোঁটা রক্তে জন্মে অজুত কোটি ধৃতিরাজ।।
অসুর > মহান বা পরম মানবিক / মানবতাবাদী/ শান্তির দূত> সুরা পান করে না যারা।
ধৃতি রাজ
বিঃ দ্রঃ- অনেকের প্রশ্ন থাকে আমার কাব্যের বা আলোচনার নিচে "ধৃতি রাজ" লেখা থাকে কেন।
এই কাব্য তারই উত্তর বহন করে।