পায়ের তলায় থাকতে শাসকের পক্ষে কট্টর যুক্তি ও
অন্ধ গন্ডমূর্খের দৃঢ়তায় ভক্তি-
গনতন্ত্র সমাজেও রয়ে গেছে স্বেচ্ছাদাসী রোগ,
এ সুযোগ নিয়েই একটা শ্রেণী গবেট হলেও গনতন্ত্রে পূর্ণ দখলদারী!

জাত বংশের তালিকায় শাসকের গনতন্ত্র ব্যবসা শিকলায়িত
সমাজতন্ত্রের রন্ধ্রে রন্ধ্রে দাপিয়ে চলে তাদেরই পুঁজিবাদী খর্গ্গ
আর নির্মমতায় কেটে যায় খেটেল শ্রেণীর শিকড়,
এই হল গনতন্ত্র! এই হল সমাজতন্ত্র!

রক্ত মজ্জায় নিম্নে নিবেশিত শিক্ষিত খেটেল শ্রেণী-
এক মুহূর্তের জন্যও খুঁজতে চায় না সমাজ স্বাধীনতার স্বাদ!
সবজান্তার ভাব গায়ে এলিয়ে চলা
আর ভাগ্যের হাতে কর্ম সমর্পণে বাহুতুলে কল্পের নাম জপ,
পূর্ণ দখলদারীতে মস্তিষ্কের বিরামপূর্ণ আরামে মৃত্যু বরণ,
এ যেন পরম অমৃত জীবন প্রাপ্তি!

কোনও পক্ষই চায় না -
অসাম্যের বন্দিদশার সচ্ছল কারণ ভেঙে গুড়িয়ে দিতে,
সাম্যের নীড়ে মানুষের সৃষ্টি সাধন প্রকৃতিগত করতে।
চায় না, শ্রেণীহীন আপমর সাধারণ হতে!


ধৃতি রাজ