আদিম হতে গোষ্ঠীবর্ণে মানুষ কোথা কেবা?
বিবর্ণ যুগ তাদের গড়ন জোচ্চুড়ি নয় জুয়া,
যা ছিল কাল কালের বুকে হীনমানবের গড়
জ্ঞান হরণে রাখতো চেপে সমল কর্মধর!
এরা গিরগিটি রঙ বর্ণচোরা যত নষ্টের গোড়া
অসভ্য জাত রক্ত শোষক হিংসায় মন ভরা,
ভোগের নেশায় বস্ত্র হরণ সুরায় ইতর জীবন
অপাঠ্যে পাঠ সাহিত্য তার নীচ কর্মে মরণ,
সমাজ ধর্মে নাটক তাদের অর্থ লাভের ভান্ড
সরল মানুষে ঠকায়ে নিচে গড়েছে পুতুল মন্ড;
আদিম সভ্যে ত্রাস কারণে জবর দখলদারী
কাকের কান্ডে বর্ণ আজও করছে দফাদারী।




ধৃতি রাজ