ছিলাম যুগ হতে যুগারম্ভে খালে বিলে ধারে কাছে দূরে
সভ্যে অসভ্যে, কুঁড়ে ঘরে প্রাসাদে, নীল সাগর পরে
কিংবা ভুতল হতে শিখরীর কোন এক কোণে
যেখানে তুমি ছিলে
ঠিক তোমার মতো করে;
আর আমি পরগাছা তোমার বুকের পরে!
আছি আজও তোমার সব ঘ্রাণ মেখে আবীত আবাসে
নিষ্পলক আঁখি মেলি অপার মহিমা সাধিতে তব তরে
নয়ত নির্জীবতা হতে সজীবতার কোষে কোষে
যেখানে তুমি আছো
ঠিক তোমার মতো করে;
আর আমি আশ্রয়ী তোমার নীতি তলে!
থাকবো ক্ষুদ্র হতে ক্ষুদ্রে তোমার কাঠামো অন্তরালে
কঠিন তরল বাষ্পে দৃশ্য অদৃশ্যে বিবর্ণ নিমিত্তে
নহিলে ঔজ্জ্বল্যে অন্বিষ্ট বেশে তব বক্ষ জুড়ে
যেমন ছিলাম;
যেখানে তুমি থাকবে
ঠিক তোমার মতো করে;
আর আমি নিরালায় তোমার অপেক্ষায় পড়ে!
আবীত > ঢাকা
অন্বিষ্ট > খোঁজা হচ্ছে এমন
DHRITI RAJ