অবিরত খাবি খায়
         চাতুরীর মন খানি
হুল্লোড়ে মেতে রয়
         জীবনের টানাটানি
স্বভাবের বেড়া জালে
হুঙ্কারে চষে বাণী।


আলালের বুলি মেখে
           মিথ্যের ফুল ঝুড়ি
বদলির সঙ সেজে
           সাজে সত্যের মাধুরী
চাতক সে বারি যাচে
বৃষ্টির মোহ মণি।


কল্পনা ঘেরা যারে
         আলোর তালাশ ছল
অনুসারী গড়ে তুলে
         সম্মুখে ছোটে খল
চোখে দেখা ফেলে বলে
শোনা কথা মানি।


আচারে চাতুরী ঘন
          অধরা সে চামচা
বহুজনে বাঁধে নিচে
          বাঁধে নিজ মাচা
ঐক্যের ডাক দেয়
বিভেদের দাস দানি।


ধৃতি রাজ