তুই ভুললে দোষ নেই তাতে আমার শুভ জন্মদিন
নেই খুশি তোর সকাল দুপুর সন্ধ্যা কিংবা রাত্রিদিন
বেজায় ব্যস্ত কর্ম ধারায় দম পড়ে না মাটির পানে
ভাবলে আমায় সময় তোর যায় চলে দূর অস্তাচলে
যায় না বোঝা মনের গতি চলন দিশা সূক্ষ্ম মতি
নিজধ্যানে মগ্ন থাকিস, উদাস মনে জ্বালিয়ে বাতি,
আর কতদিন সইতে হবে তোর দিকে চোখ রেখে?
বলবি কি আজ জন্মদিনে দিন পঞ্জিকা দেখে?

ভুললে আমি একচুল রতি তোর সে শুভ জন্মদিন
ভোর হতে রাত ডঙ্কা বাজে রাতের শেষে মৌনবিন
আপন ভালা হিসেব সোজা পরের তরে জটিল!
প্রমাণ যে তোর জীবনপাতা দেখ না খুলে দলিল,
আদব আদরে ঋদ্ধ কদরে বাঁচতে সবাই চায়
বুঝবি সহজ জীবন বিদা, বুঝলে জীবন দায়।


ধৃতি রাজ