যাগযজ্ঞ বলিদান জাতি বৈষম্য
সবেতে একাধিপত্য বামুন কর্তৃত্ব
বহুজন গর্জায় প্রতিবাদী ধর্মে
ঋষভদেব পার্শ্বনাথ মহাবীর জৈনে
মানবতা আঁকড়ে।
ত্রিরত্ন আস্থা জ্ঞান আচরণে
আচৌর্য অপরিগ্রহ অহিংস সত্যে
মহাবীর জোড়ে ব্রহ্মচর্য পঞ্চমহাব্রতে
জাতিভেদ বিরোধে প্রথম লড়ে
সমান অধিকারে।
স্যাদবাদে অহিংস কঠিন কৃচ্ছসাধন
কঠোরতা করেনি মানুষ আকর্ষণ
মানবতায় বিশ্বাস অহিংসায় জোর
জীবের হত্যায় সাজার ডোর
আসেনি অহিংসভোর।
ধৃতি রাজ