রাতের আকাশে বিরহ স্মৃতি
তারারা যে ওই বেদনা প্রীতি
সুদূর হতে ভেসে আসে আকুতি
বিরহ ব্যথায় যায় নীরব নিশুতি।।
সাঁঝের প্রদীপ যখন জ্বালো
আলোকিত মুখ খানি লাগে ভালো
শত শত জোনাকির ঝিকি মিকি আলো
জ্বলে নেভে পথ চাওয়া সাথী।।
শান্ত তীর মোহে বয়ে যায় নাস
চন্দ্র গভীর রাতে বইছে বাতাস-
মেঘেরা যে ওই তোমার ছায়া
খুঁজে ফেরে সাথী হয়ে পাগলপারা
আলোক আঁধারে বুনিছে কতো না মায়া
বিরহিণী তুমি সুর হারা সতী।।
ধৃতি রাজ