অনৈক্যে উষ্ণ আবেদন করে রোজ -
এসো গড়ি নতুন এক মানবিক পৃথিবী
যেখানে তোমার পৃথিবী থাকবে
তোমার মহিমায়,
আর আমার পৃথিবী ঠিক আমার মতো
বিভেদের পাহাড় দেওয়াল তুলে
বিষ বিদ্বেষে একে অপরের পাশে
ছুড়ে দেব পাথরের কাঁদা
আর বলবো -
এটা আমাদের বিভেদ হীন ঐক্যের পৃথিবী
এখানে শুধুই মানবতা বিরাজ করে।


আমরা একই রসে হই সিক্ত
ওপাশের কল্প আর এপাশের কল্প
কল্পনায় একই কথা বলে
শুধু আমাদের নগন্য স্বভাব
খাদ্য পরিধান রীতি বিভেদে
চুল চিরে প্রাণ হানি
প্রকট বিস্ফোরণে মেতে উঠি
আর বলি-
তোমার টা তোমার আর আমার টা আমার
গড়ি ঐক্যের পৃথিবী বিভেদের দোহার!!



ধৃতি রাজ