শুঁ - - য়া - - শুঁ - - -
চিঁ ইঁ - - চিঁ ইঁ - -
চিঁক্! চিঁক্! চিঁক্!
প্রকান্ড পরিত্যক্ত বাড়ি, স্যাঁত সেঁতে শেওলা জরানো আধ ভাঙা দেওয়াল, আর -
দেওয়াল সহ বাড়িতে খোকসার ঝোপ
রাতের গভীরে আঁধারের আলিঙ্গন লেপটে আছে বাড়ির গায়,
গা ছম্ ছম্ করছে, হৃদ স্পন্দন হার ছিন্ন শতকে লাব ডাব শুনি কানে,
আড়ষ্ট পায়ে জোর করে তুলি পা
হেঁটে যাই ঝুলে থাকা দরজার বামে, একি!
কঙ্কাল যত ঘিরেছে ঠাঁই আঁধার রজনী সাথে
খ্যাঙরা মতন আঙুল দিয়ে গলন মাংস চাটে,
ভাঁজ তাহার মানব সম ফুলায় বুকের পাঁজরা
দখল বাড়ির সব কোণ তার হাড় হাড্ডি মজ্জা।
না পিছাতে পারি, না এগোতে!
আমার থমকানো অবশ কোষগুলি যেন অসাড়
নিষ্পলক চোখ হাজার বছর ওপারে দৃষ্টি নিক্ষেপ করি,
নিথর শরীর দাঁড়িয়ে তাদের নকশার বারান্দায়
বাম থেকে ডানে ঝুলে থাকা দরজার এপাশে।
নিশ্চল পা এবার কাষ্ঠের ঢিবি,
ভয়ের ঝাপটায় আকন্ঠ শুষ্ক, নির্বাক থরকম্প -
ওরা-
ধরলো আমায় এগিয়ে ধীরে গলায় চিপন দিয়ে
তুললো চোখ উপড়ে সজোর খ্যাঙরা হাত দুয়ে,
রক্ত খেল শোষক নলে কঙ্কাল মজায় ঘিরে
আমিও এখন কঙ্কাল হাড় ভূতের রাজ্য ভীড়ে।
আর এখানে এসো না রে ভাই রূপান্তরে ভুলে
একলা পেয়ে রক্ত চুষে মারবে চেতন মুলে,
মানব রাজ্যে ভুতের দখল দিনেও আঁধার রয়
খাঁউ মাঁউ খাঁউ আগুপাছু বোল ভূতের গদ্যময়।
ধৃতি রাজ