গেছো ভূত মেঠো ভূত ছিল মেছো ভূত
ফাঁকা নিষিদ্ধ বাড়ি খানে যেত তারই দূত
দিন রাতে ফাঁক বুঝে ভয়ঙ্কর চাপিত ঘাড়ে
যোগী ভূতে ভাগ নেয় সুযোগ সদ ব্যবহারে
যত খুন চুরি বদমাশি ছিল আস্ত দখলদারি
গেছো মেছো মেঠো ভূত দূত পিছে তারি!
লোক বেড়ে আলোময় কেহ দেখেনা ভূতে
কোথা হতে কোথা গেল পায় কি তা খুঁজে?
আজ ভূত বদলে রূপ চলে রাজনীতি বলে
স্থান কাল পাল্টে সে দিব্যি থাকে হেলেদুলে।
কায়দা স্বভাবে লক্ষ্যে নর কত ঢংয়ে ভূত
ফাঁকা ভূমে কিবা রাতে কুকাজে পেত জুত
তাই যেথা সেথা যেত শোনা; হরেক চিঁ চিঁ
খাঁউ মাঁউ চাঁউ ভাঁউ কন্ঠ তাদেরই যথারীতি
বর্ণবাদী ভূত রাজে বাকি উগ্র ভূতে চেলা
চিঁচ্যাঁ খাঁউ মাঁউ ছাড়ি স্লোগান দেয় মেলা।।
ত্রিপত্র কাব্য (Trefoil)
ধৃতি রাজ