বারে বারে প্রেম ফিরে ফিরে কাঁদে
তবু, প্রেম নাহি ছাড়ে।
নিভৃতে নির্জনে
মধু প্রেম দিলে
কোন্ সে নবোদ্ভিন্ন বৃদ্ধ জনে
ছুড়ে ফেলে প্রান্তর পারাবারে।।

কাছে দূরে মন লয়ে লয়ে ভ্রম
তবু, আরো চাহে দম।
আঘাতে দহন
সুখ পেলে ক্ষণ
কোন্ সে মানব চাহেনা মিলন
পেলে লোলুপ ভাবের নিস্বন।।


DHRITI RAJ