মন ভুলানো কথা সুরে তোমায় আপন করে,
বেজেছে সুর পুরোনো বীণায় আবার নতুন করে।।
ছেড়ে যেতে চাইনি আমি, অনুভবে আসি ফিরে
তুমি আমার চির আপন জীবন মরণ জুড়ে
পৃথিবী তুমি এতো সুন্দর! প্রাণ দিয়েছ ভরে,
ও, দিয়েছ ভরে,
বেজেছে সুর পুরোনো বীণায় আবার নতুন করে।।
তোমার কোলে রেখে মাথা, রেখেছি নয়ন দূরে
দেখেছি তোমায় ভালোবেসে আরো আপন করে
পৃথিবী আমি তোমারই জন্য! বুঝেছি এসে ফিরে
ও, এসে ফিরে,
বেজেছে সুর পুরোনো বীণায় আবার নতুন করে ।।
গীতিকাব্য
ধৃতি রাজ