নারী প্রধান সিন্ধু- ; বস্তুতান্ত্রিক
সবেতেই তফাৎ রাখে পিতৃতান্ত্রিক
বহুবিবাহ আর্যের বেদ অধীনে
সাম যজুঃ অথর্ব আধ্যাত্মিকে
দন্তালিকায় দখলে।
সাজে পুরোহিত ব্রাহ্মণ রাজা
প্রতিনিধি তারা সাক্ষাৎ ব্রহ্মা
ক্রমেই বাড়ে অত্যাচারে যাগযজ্ঞ
দণ্ডে-মুন্ডু সিন্ধু বলির ভোগ্য
আহূত সন্ত্রস্ত।
সিন্ধু বিরোধে শেষ বৈদিকে
অপবিত্র অস্পৃশ্য অসুচি করে
সিন্ধুজনে বাঁধিল শূদ্র আইনে
সকল অধিকার মালিকানা বঞ্চিতে
পশুর অধমে।
ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য অকর্মা
পরিষদ বিধাতা সমিতি সভা
পদ বাহুবলে চলে আমলাতন্ত্রে
যুগে যুগে মীন বংশানুক্রমে
ধরে খেটেলে।।
বেদযজ্ঞ মানেনা সিন্ধু নিষাদে
পশুপাখি শিকার করে বনে-জঙ্গলে
চাষাবাদ সবই প্রকৃতি নির্ভর
আর্যাধীন চষে অথর্বে তুকতাক
প্রাণ যায়-যাক।
বৈদিক শেষে ষোড়ষ জনপদে
উকিঝুকি দেয় অসুর সিন্ধুজনে
বিনিদ্র সভ্য সমাজ জ্ঞানালোক
প্রতিভাস হবে সময় অপেক্ষক
সে জাতক।।
১) মীন> জাল বিছানো, ২) আহুত> ডাক পড়া
পরবর্তী বৈদিক
DHRITI RAJ
আসিতেছে.... বীতনিদ্র সিন্ধু (পাঁচ)