কিরঘিজ স্তেপ দক্ষিণে উরাল
ক্ষিপ্র আর্য বিছাইল জাল
সপ্ত সিন্ধু অববাহিকা অঞ্চলে,
ধংসিল সিন্ধু; অসভ্য গোষ্ঠীদলে
হিংস্রতার অনলে।
পাষন্ড বুভূক্ষ লুঠতরাজ চাহিদায়
অশ্ব-ষাঁড় অসি ব্যবহার কায়দায়
পরাজয়ে সিন্ধুর সরল মানবে
দাস দস্যু রাক্ষস আখ্যাপ্রদানে
থামেনি; যুগযুগান্তে।
সদ্য পরাজিত সিন্ধু সমাজ
বোঝেনা ইন্দোইউরোপীয় ভাষার সাজ
সংস্কৃত ল্যাটিন গ্রীক জার্মান
মূলে একই ভাষা; আর্যজান
সদা বিবদমান।
অত্যাচার মিথ্যাচারের অসীম ক্ষেত্র
উষসী অনার্য সম্ভোগের সোহাগমিত্র
অন্ধবিশ্বাস জাগায় মনে ভয়ঙ্করে
ঋকবেদ শ্রুতি বানায় মহাকালে
তন্ত্রমন্ত্র পাঠে।
সুরাপায়ী দশগোষ্ঠী যুদ্ধ; দ্বন্দ্বে
আরণ্যক ব্রাহ্মণ বেদাঙ্গ বেদান্তে
সদা মত্ত জাগযজ্ঞে মহানন্দে
পশু-বলি; সিন্ধু-বলি; নাচের ছন্দে
চোষে পুরোহিতে।
নয়নহীন আর্যে; হয় উপনয়ন
উৎকৃষ্ট বিধান দিয়ে গো-ভক্ষণ
সোমরসে, পাশার ঘুঁটি নারী
পুরোহিতের দক্ষিণা উপহার সামগ্রী
সিন্ধু ক্রীতদাসী।
আর্য-সুরা শাসক; মায় পুরোহিত
হিংস্রতায় ছল মিত্রতায় মিত
কৃষ্টি সৃষ্টি দৃষ্টি উদ্ভাবন চৈতন্যে
শেখে কিঞ্চিৎ সিন্ধু-অসুর কাছে
ভরতসুরা আর্যে।
ধংসবাজে ভাঙলো; সিন্ধু অর্থনীতি
আজও বোঝেনা সিন্ধুর পরিমিতি
কুসংস্কারে আচ্ছন্ন খাদক সেজন
মিথ্যের আশ্রয়ে আজও বিরাজমান
বিশ্বে বিভাজন।।
পূর্ববর্তী বৈদিক।
DHRITI RAJ
আসিতেছে... বীতনিদ্র সিন্ধু (চার)